Adult Bangla SMS Jokes
Adult Bangla SMS Jokes in Bangla language,all fresh and new jokes:
অ্যানথ্রাক্স: ভয়ের কিছু নেই
বেশ কিছুদিন ধরেই মানুষ পশুবাহিত রোগের শিকার হচ্ছে—এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লুর পর সম্প্রতি অ্যানথ্রাক্স দেখা দিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। যেসব রোগ অন্য পশু-প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় সেসব রোগকে পশুবাহিত রোগ বা জুনুটিক (Zoonotic) রোগ বলে। অ্যানথ্রাক্স তেমনই একটি প্রাণীবাহিত রোগ, যা মানুষকে আক্রান্ত করে
=================================
ডায়াবেটিক রোগীর রোজা
ডায়াবেটিসের রোগী, যাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তাঁরা বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। সুতরাং জেনে নিন কিসব নিয়ম মেনে ডায়াবেটিসের রোগীরা রোজা রাখতে পারবেন
=================================
রোজার মাসে খাবারদাবার
রোজা পালন করতে গিয়ে অনেকে শঙ্কিত বোধ করেন, যদি তাঁদের কোনো অসুস্থতা থাকে। তবে যদি রোগ বুঝে খাওয়া হয়, তাহলে তেমন কোনো সমস্যা হয় না। আবার যাঁদের কোনো অসুস্থতা নেই, তাঁরাও যদি সঠিকভাবে খাদ্য নির্বাচন করে খান তাহলেও তাঁরা নির্বিঘ্নে এক মাস রোজা রাখতে পারেন
=================================
বৃষ্টিদিনের পোশাক
বৃষ্টি দিনে আপনি যে রাতারাতি সব স্টাইলিশ পোশাক জলাঞ্জলি দিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করবেন তা তো নয়। বরং বৃষ্টিকে মানিয়ে এবং সবাইকে জানিয়েই এই বৃষ্টি দিনে চালু রাখতে হবে আপনার ফ্যাশন ভাবনাটুকু
=================================
স্বার্থপর
শুভ: ভাইয়া, দিন-রাত কী অত ভাবো বলো তো?
আশিক: ভাবছি, বোকা লোকগুলো যদি সব মরে যায় তখন পৃথিবীটার কী হবে।
শুভ: তুমি এত স্বার্থপর! সারাক্ষণ শুধু নিজের কথাই ভাবো!
================================
বুঝতে সুবিধা
সাইফ: বোকার মতো কথা বলিস কেন?
রিয়াজ: তোর যাতে বুঝতে সুবিধা হয় সে জন্য।
================================
ওজন কমানোর জন্য
জাহিদ: ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হই।
কামরান: লাভ হলো কিছু?
জাহিদ: ঘোড়ার ওজন ১০ কেজি কমে গেছে।
================================
মন খারাপ
রাশেদ: কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?
শাহেদ: আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।
রাশেদ: টাকা দেয়নি?
শাহেদ: না, বইটা নিজেই কিনে এনেছে।
=================================
দৌড় প্রতিযোগিতা
একটা কাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল স্বামী। তাই দেখে তার স্ত্রী বলল, ‘একি! এত হাঁপাচ্ছ কেন? এই কাপটাই বা কোথায় পেলে?’
স্বামী: দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম।
স্ত্রী: মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা?
স্বামী: হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এই কাপটার মালিক।
=================================
বিড়ালকে গোসল
মা: এই পার্থ, কী করিস তুই?
পার্থ: বিড়ালকে গোসল করাই, মা।
মা: ইস! ঠান্ডায় মরে যাবে তো!
কিছুক্ষণ পর সত্যি সত্যিই বিড়ালটা মরে গেল।
মা বললেন: কি, বলেছিলাম না ঠান্ডা পানিতে গোসল করালে মরে যাবে?
পার্থ: ঠান্ডায় মরেনি তো, মা। গোসলের পর চিপে পানি বের করতে গিয়ে মরে গেল।
=================================
চাঁদটা কী সুন্দর
রাতের বেলা কেনাকাটা সেরে রিকশায় বাড়ি ফিরছে নতুন দম্পতি। হঠাৎ স্ত্রী বলল, দেখো দেখো, চাঁদটা কী সুন্দর!
স্বামী গোমড়া মুখে বলল, রিকশা ভাড়া বাদে আমার কাছে আর একটা টাকাও নেই।
==================================
বিবাহবার্ষিকী ভুলে গেলে
স্ত্রী বলছে স্বামীকে, বেসিক ইনস্টিংকট ছবিতে শ্যারন স্টোনের ওই বিশেষ দৃশ্যটির কথা তোমার মনে আছে?
—ওই দৃশ্য কখনো ভোলা যায়!
—ওই দৃশ্যের কথা মনে রেখেছ অথচ আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটা ভুলে গেলে কীভাবে?
==================================
প্রতিশ্রুতি পালন
ছোটবেলায় লেনিন একদিন সিগারেট ফুঁকতে গিয়ে ধরা পড়ে যান মায়ের কাছে। তখন তিনি মাকে কথা দেন, জীবনে আর কখনো ধূমপান করবেন না। এরপর তিনি দুনিয়ার মজদুর এবং কৃষকদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পালন করেছেন শুধু মাকে দেওয়া প্রতিশ্রুতি।
==================================
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
অবস্থাদৃষ্টে মনে হয়, অচিরেই পৃথিবীর সব রোগের ওষুধ আবিষ্কৃত হয়ে যাবে। তখন কোনো অসুখে কারোর মৃত্যু হবে না। লোকে মারা যাবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়।
==================================
নৈরাশ্যবাদী-আশাবাদী
শূন্য গ্লাস দেখে নৈরাশ্যবাদী ভাবে—খেয়ে ফেলেছে।
আর আশাবাদী ভাবে—এখনো ঢালেনি।
===================================
নিরক্ষর সমালোচক
সক্রেটিস নিরক্ষর ছিলেন; হোমারও। তবে নিরক্ষর সমালোচক পৃথিবীতে কখনোই ছিল না। মানে কী দাঁড়াচ্ছে? হোমার বা সক্রেটিস হওয়ার চেয়ে নিম্নমানের সমালোচক হওয়াও কঠিন!
=====================================
উঁচুগলায় কথা
স্ত্রী বলছে স্বামীকে, ‘কাল মা আসবে বেড়াতে।’
নীরবতা।
—মাত্র দুই সপ্তার জন্য।
নীরবতা।
—তুমি শুনছ, কী বললাম?
নীরবতা।
—আমি ঠিকই জানতাম, তুমি রেগে যাবে।
দীর্ঘশ্বাস!
—খবরদার, উঁচুগলায় কথা বলবে না আমার সঙ্গে
Labels:
Bangla SMS/Jokes
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Anna Hazare
ASCII Code
Bangla jokes
Bangla SMS/Jokes
Funny Company Names
Funny Full Form of Love
Good morning marathi joke sms
Good night marathi sms joke
Haryanvi SMS Jokes
Hindi Shayari
Husband Wife SMS Jokes
Islamic SMS
Kannada Joke
Love SMS Jokes
Marathi Jokes/SMS
Marathi SMS Jokes
Nepali SMS Jokes
Politicians
Punjabi
Rajnikant jokes
Tamil Jokes/SMS
Telugu
Telugu SMS/Jokes
No comments:
Post a Comment